বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পী ও সাবেক সংসদ সদস্য

গ্রেপ্তার হলেন মমতাজ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   130 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্রেপ্তার হলেন মমতাজ

মমতাজ

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত পৌনে ১২টার দিকে মমতাজকে গ্রেপ্তার করা হয়।

 

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম প্রথম আলোকে জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ–২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আসছে কোকো ২
(181 বার পঠিত)
সম্পাদক ও প্রকাশক
বদরুল আলম নাবিল
Editor & publisher
Badrul Alam Nabil

যোগাযোগ

বাংলামোটর, ঢাকা

মোবাইল : 01711-784845

ই-মেইল: theasia24.tv@gmail.com