বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ত্বকে ক্যানসারের কারণ ও প্রতিকার

ডা. জেসমিন আক্তার লীনা   |   শনিবার, ২২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   174 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ত্বকে ক্যানসারের কারণ ও প্রতিকার

মেলানোমা এটি সবচেয়ে গুরুতর ত্বকের ক্যানসার। এটি মেলানিন-উৎপাদনকারী কোষে বিকশিত হয়, যাকে মেলানোসাইট বলা হয়। মেলানিন আপনার ত্বকে রঙ দেওয়ার জন্য দায়ী একটি রঙ্গক। নন-মেলানোমা ত্বকের ক্যানসার এটি সব ধরনের ত্বকের ক্যানসারকে বোঝায়, যা অ-মেলানোটিক। এই ক্যানসারের চিকিৎসা নির্ভর করে ক্যানসারের ধরনের ওপর, বেসাল সেল কার্সিনোমা নাকি স্কোয়ামাস সেল কার্সিনোমা।

বেসাল সেল কার্সিনোমা এটি অন্য ধরনের ত্বকের ক্যানসার, যা বেসাল কোষে শুরু হয়। বেসাল কোষগুলো ত্বকে উপস্থিত কোষগুলোর ধরনের, যা পুরনো কোষগুলো মারা গেলে নতুন ত্বকের কোষ তৈরি করে। এ ধরনের ক্যানসার ত্বকে একটি স্বচ্ছ আঁচড় হিসেবে প্রদর্শিত হয়। ত্বকের স্কোয়ামাস সেল কার্সিনোমা স্কোয়ামাস সেল কার্সিনোমা একটি সাধারণ ধরনের ত্বকের ক্যানসার। ত্বকের মধ্যম ও বাইরের স্তর তৈরির জন্য দায়ী স্কোয়ামাস কোষে বিকাশ লাভ করে।

ক্যানসারের কারণ

যখন ত্বকের কোষের ডিএনএতে মিউটেশন বা ত্রুটি দেখা দেয়, তখন এটি ত্বকের ক্যানসারের কারণ হতে পারে। ত্বকের ক্যানসারের সঙ্গে জড়িত অসংখ্য ধরনের কোষ রয়েছে। ত্বকের ওপরের স্তরটি এপিডার্মিস। এপিডার্মিস একটি পাতলা স্তর, যা ত্বকের কোষগুলোর একটি প্রতিরক্ষামূলক আবরণ প্রদান করে, যা ক্রমাগত আপনার শরীর থেকে বেরিয়ে যায়। এতে তিন ধরনের কোষ থাকে।

স্কোয়ামাস কোষ এগুলো বাইরের পৃষ্ঠের নিচে অবিলম্বে উপস্থিত থাকে। তারা ত্বকের ভেতরের আবরণ হিসেবে কাজ করে। বেসাল কোষ এরা স্কোয়ামাস কোষের নিচে থাকে। তারা নতুন ত্বকের কোষ তৈরি করে। মেলানোসাইটস এই কোষগুলো মেলানিন তৈরি করে, যা একটি রঙ্গক, যা ত্বকের স্বাভাবিক রঙ সরবরাহ করে। কোষগুলো এপিডার্মিসের নিচের অংশে থাকে।

লক্ষণ

ক্যানসারের উৎপত্তি সূর্যের আলোর সঙ্গে ত্বকের এমন অঞ্চলে ক্যানসার হয়, যেমন মাথার ত্বক, কান, বুক, মুখ, ঘাড়, ঠোঁট, হাত ও বাহু। পায়েও হতে পারে।

বেসাল সেল কার্সিনোমার উপসর্গ এটি বেশিরভাগই শরীরের ঘাড় বা মুখে ঘটে। ক্যানসার একটি মোম বা মুক্তাযুক্ত আঁচড় হিসেবে দেখা যায়। এটি একটি বাদামি দাগের মতো বা মাংসের রঙের ক্ষত হিসেবে বা একটি স্ক্যাবিং বা রক্তপাত ঘা হিসেবেও প্রদর্শিত হতে পারে, যা নিরাময়ে ফিরে আসে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক
বদরুল আলম নাবিল
Editor & publisher
Badrul Alam Nabil

যোগাযোগ

বাংলামোটর, ঢাকা

মোবাইল : 01711-784845

ই-মেইল: theasia24.tv@gmail.com